সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / হাওরে কৃষকদের করোনাকালীন সহায়তা কার্যক্রম উদ্বোধন

হাওরে কৃষকদের করোনাকালীন সহায়তা কার্যক্রম উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরে করোনাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মিঠামইন উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।

কোভিড-১৯ এ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জরুরি সহায়তা প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ফ্যামিলি টাইস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে।

মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কর্মশালায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি রেহানা পারভীন প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।

এতে উপস্থিত ছিলেন- মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী, টেকনিকাল ডাইরেক্টর মনিরুজ্জামান মুকুল, প্রোগ্রাম ম্যানেজার মমতাজ বেগম মুমুসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, এই উদ্যোগ হাওরের কৃষির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কৃষকদের জন্য জরুরি এই সহায়তা সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও উপকারভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *