সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / তাড়াইলে মাছ ধরাকে কেন্দ্র করে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা, ১ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

তাড়াইলে মাছ ধরাকে কেন্দ্র করে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা, ১ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবদুর রহিম এ রায় প্রদান করেন। এ সময় তিন আসামীর প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত আব্দুল্লাহ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল ওয়াহাব ও মারফত আলী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু জাহের ও নজরুল ইসলাম নামে দুইজনকে বেকসুর খালাস দেন বিচারক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ অক্টোবর মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের খাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আনিছ মিয়া বাদী হয়ে ৫ জনের নামে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আবু সাঈদ ইমাম ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী তানিয়া এ মামলা পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *