সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / বাজিতপুরে সাচ্চু হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে প্রেরণ

বাজিতপুরে সাচ্চু হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর ওমর চান ওরফে সাচ্চু হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করেছে পিবিআই।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর পৌরসভা এলাকার আলোছায়া সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়। পরে ২ নং জিআর আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিবিআর এর পুলিশ সুপার জানান, ২০১৭ সালের ২৮ জুন বাজিতপুর উপজেলা সদরের পশ্চিম বসন্তপুর এলাকায় নিজের ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় ওমর চান ওরফে সাচ্চুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জামাল মিয়া বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে এ বছরের ২৩ মে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। হত্যায় জড়িত থাকার সন্দেহে নান্টু মিয়া ও আল-আমিন নামে দু’জনকে আটক করা হলে তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। আদালতে দেয়া তাদের স্বীকারোক্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল-মামুনের নাম বলে। এর পরই গ্রেফতার করা হয় মামুনকে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, ব্যবসায়িক বিরোধের জের ধরে লায়েস মিয়াকে হত্যার জন্য ২ লাখ টাকার চুক্তিতে চার জনকে ভাড়া করেন আব্দুল্লাহ আল-মামুন। কিন্তু ঘটনার দিন ভুল করে লায়েসের ভাই ওমর চান ওরফে সাচ্চুকে হত্যা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *