সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / বৃদ্ধাকে ঘরে তুলে দিলেন ওসি জাকির রব্বানী

বৃদ্ধাকে ঘরে তুলে দিলেন ওসি জাকির রব্বানী

নিজস্ব সংবাদদাতা : সমেলা বেগম। বয়স ৭০ ছুঁই ছুঁই। দুই ছেলে ও এক মেয়ের মা। ছোট ছেলে মারা যাবার পর থেকে বড় ছেলে সাবুর সংসারে সমেলা বেগমের বসবাস। কিন্তু সোমবার (২০ এপ্রিল) সকালে সাবু মাকে ঘর থেকে বের করে দেয়। বৃদ্ধা সমেলা সারাদিন না খেয়ে বাজারের রাস্তায় বসে দিন কাটায়। সমেলা বেগম রাত ১০টায় মিঠামইন থানায় এসে এসব জানান ওসি জাকির রব্বানীকে। পরে ওসি জাকির রব্বানী থানার ডাইনিং রুমে বসে সমেলা বেগমকে ভাত খাওয়ান। তারপর রাতেই সমেলা বেগমকে ছেলের বাড়িতে রেখে আসেন এবং বৃদ্ধার যখন যা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাবেন বলে আশ্বাস দেন।

ঘটনাটি গতকাল সোমবার (২১ এপ্রিল) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের।


এমন মানবিক কাজে ফেসবুকে প্রশংসায় ভাসছেন ওসি জাকির রব্বানী।মিঠামইন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, ওই ছেলেকে বলে এসেছি। বৃদ্ধা সমেলা বেগমের ভরণপোষণের জন্য যখন যা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *