নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতিপুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের হাতে ১০০ পিপিই তুলে দিলেন কক্সবাজার হোটেল সী প্যালেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম আলাউদ্দিন ভূইয়া।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়িতে এসব পিপিই তুলে দেন তিনি। প্রত্যেকটি পিপিই এর সাথে মাস্ক ও গ্লাভস রয়েছে।
সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব পিপিই সাথে সাথে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন এ তিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে এসব তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান ও কক্সবাজার হোটেল সী প্যালেস লিমিটেড এর পরিচালক সাইফুল ইসলাম অপুসহ তিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এছাড়া কক্সবাজার হোটেল সী প্যালেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম আলাউদ্দিন ভূইয়া কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকের হাতে আরো ৫০ টি পিপিই পিপিই তুলে দেন।