টিটু দাস : মালপোয়া, তালের পিঠা, দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ, ভাপা, চিতই, মাংস পিঠা, শামুক পিঠা, সূর্যমুখী, পাকন পিঠাসহ শতাধিক রকমের পিঠা। এসব পিঠা দেখতেও নজরকাড়া। জিভে জল আনা এসব পিঠার দেখা পেতে চাইলে চলে আসতে হবে এস.ভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। নজরকাড়া পিঠার সাথে স্টলগুলোর নামগুলোতেও ছিল মাধুর্য। যেমন- সপ্তবর্ণা পিঠা বাহার, স্বপ্নতরী পিঠা বাহার, রসনা বিলাস, পৌষ পার্বণের পিঠা ঘর, পৌষালী।
আজ বুধবার (২২ জানুয়ারি) এস.ভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ পিঠা উৎসবে একই স্কুলের শিক্ষার্থীরা তাদের নিজেদের হাতে বা ১০টি স্টল নিয়ে বসেছে। পিঠা উৎসবে অংশগ্রহণ করা পিঠা স্টলগুলোতেও ছিল পিঠার বৈচিত্র্য। উৎসবে আসা প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বিভিন্ন পিঠা খেয়ে দেখেছেন। প্রতি বছরই এ উৎসব হয়।
আর এ শীতেই বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়। শহুরে সমাজে সেই ঐতিহ্যের ধারা কিছুটা মলিন হয়ে গেলেও শিক্ষার্থীদের এমন পিঠা উৎসবের আয়োজন বাঙালি ঐতিহ্য রীতিনীতিকে কিছুটা মনে করিয়ে দেয়।
এস.ভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, পাবলিক প্রসিকিউটর শাহ্ আজিজুল হক ।
পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।