নিজস্ব সংবাদদাতা : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভাঙ্গন কবলিত এলাকার মানুষকে রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, নদী ভাঙ্গন রক্ষায় এক হাজার এক’শ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী বছর নদী ভাঙ্গনের কবল থেকে ক্ষতিগ্রস্তরা রক্ষা পাবেন।
আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) কিশোরগঞ্জের হাওরের ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রীকে করিমগঞ্জের চামড়া ঘাটে ফুলের তোড়া দিয়ে হাওরে স্বাগত জানান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
মিঠামইন উপজেলায় পৌঁেছ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ব্যাটারীচালিত অটোরিকশায় চড়ে এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেণ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
প্রতিমন্ত্রী স্পীড বোটে চড়ে দিনভর জেলার মিঠামইন উপজেলা সদর, নিকলীর সিংপুর ও ছাতিরচর এবং বাজিতপুর উপজেলার আচানপুর এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন- কিশেরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মো. আফজাল হোসেনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।