সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাস এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মিঠামইনে প্রস্তাবিত সেনানিবাস এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রস্তাবিত সেনানিবাস এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বৃহস্পতিবার (০৯ মে) সকাল পৌনে ১০ টায় হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এ সময় সেনাপ্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শুভেচ্ছা বিনিময় শেষে সেনাপ্রধান অটোরিকশায় চড়ে থানা ঘাটে যান। পরে সেনাপ্রধান স্পিডবোটে চড়ে মিঠামইন সদর ইউনিয়নের খয়েরকান্দা এলাকায় প্রস্তাবিত সেনাবাহিনী এলাকা পরিদর্শনে যান। সেনানিবাস পরিদর্শনে শেষে তিনি রাষ্ট্রপতির বাসভবন পরিদর্শন করেন এবং সেখানে কিছুটা সময় অবস্থান করেন। বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকায় রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন – কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, রাষ্ট্রপতির ভাই অধ্যক্ষ আব্দুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, মিঠামইন উপজেলা সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *