সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / পাকুন্দিয়ায় মা ও স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

পাকুন্দিয়ায় মা ও স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মা ও স্ত্রীকে হত্যার দায়ে সাবেদ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. জি. এম আল মাসুদ আসামির উপস্থিতিতে আদালতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামী সাবেদ আলী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, স্ত্রীর পরকিয়ার জের ধরে ২০০৩ সালের ২৭ জুন গভীর রাতে সাবেদ আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রী মনোয়ারা খাতুনকে হত্যা করেন । এ সময় ছেলের বউকে রক্ষা করতে এগিয়ে গেলে, মা জহুরা খাতুনকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনার পর আশপাশের লোকজন ঘাতক সাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সাবেদ আলীর ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে ওই দিনই পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৩ সালের ২২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন, তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *