সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / প্রাইভেটকারে চড়ে অলওয়েদার সড়কে ঘুরলেন রাষ্ট্রপতি

প্রাইভেটকারে চড়ে অলওয়েদার সড়কে ঘুরলেন রাষ্ট্রপতি

তোফায়েল আহমেদ, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ঃ পাঁচ দিনের হাওর সফরের দ্বিতীয় দিনে প্রাইভেটকারে চড়ে মঙ্গলবার অষ্টগ্রাম উপজেলার নির্মানাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গাড়িতে করে অষ্টগ্রাম থেকে নোয়াগাঁও ও অষ্টগ্রাম-কাস্তুল-ভাতশালা রাস্তার কাজ পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক নিজে প্রাইভেটকার পরিচালনা করেন এবং সেই প্রাইভেটকারে চড়ে রাষ্ট্রপতি অষ্টগ্রামের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। তিনি অষ্টগ্রাম-নোয়াগাঁও পরিদর্শনের সময় এলাকার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং মানুষের খোঁজ খবর নেন। পরে তিনি অষ্টগ্রাম-কাস্তুল-ভাতশালা সড়ক পরিদর্শন করেন। ভাতশালা গ্রামে তিনি শিশুদের সাথে কিছুক্ষণ সময় ব্যয় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, রোটারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, এড. সৈয়দ শাহজাহান, এড. ফাইজুল হক হায়দারী বিপ্লব, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহাম্মদ, কাছেদ মিয়া, নারী নেত্রী সৈয়দা নাসিমা রীতাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে দুপুর পৌনে দুইটার দিকে উপজেলা পরিষদ ডাক বাংলোতে গার্ড অব অনার গ্রহণ করে ইটনা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে তিনি সুধী সমাবেশে অংশগ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করবেন । পরে তিনি ২৬ সেপ্টেম্বর নিজ উপজেলা মিঠামইনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ২৮ সেপ্টেম্বর শুক্রবার নিজ বাড়ির মসজিদে নামাজ আদায় করে পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে সফর শেষ করবেন বলে তার সফরসূচি থেকে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *