সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / শোলাকিয়া জঙ্গি হামলা মামলার আটক ৫ জনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল

শোলাকিয়া জঙ্গি হামলা মামলার আটক ৫ জনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলকিয়া জঙ্গি হামলা মামলার আটক ৫ জনের নামে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এ মামলায় ২৩ জনের সম্পৃক্তা পাওয়া যায়, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে ১৮ জন নিহত হয়। এর মধ্যে অভিযুক্ত ৫ জন আসামী কারাগারে রয়েছে।

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

অভিযুক্ত পাঁচজন আসামীরা হলেন- কিশোরগঞ্জের তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক তানিম, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাঘবপুর গ্রামের মাওলানা ওসমান গনি মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মৃত হোসেন আলীর ছেলে মিজানুর রহমান ওরফে বড় মিজান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পান্থপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে মো. আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সাদিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে সবুর খান হাসান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়া মাঠের পাশে জঙ্গি হামলায় দুইজন পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়। দীর্ঘ তদন্ত শেষে আটক পাঁচজন আসামীর সম্পৃক্তা থাকায় তাদেরকে অভিযুক্ত আদালতে চার্জশিট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *