সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / অষ্টগ্রামের পনির সব থেকে ভালো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অষ্টগ্রামের পনির সব থেকে ভালো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টিটু দাস : ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অষ্টগ্রাম মহামান্য রাষ্ট্রপতির এলাকা। অষ্টগ্রামের পনিরও খুব নামকরা। অষ্টগ্রামের পনির সব থেকে ভালো। বিদ্যুতের অভাবে আগে ভালো ভাবে পনির উৎপাদন করা যেতো না। এখন আরো ভালো ভাবে পনির উৎপাদন করে আমাদের দেশেও চাহিদা আছে, বিদেশেও পাঠানো যাবে।”

রোববার (০৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে অষ্টগ্রাম উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতি মাঝে মাঝে আমাদের অষ্টগ্রামের পনির পাঠায়। মুখ্য সচিবের কথায় সায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানান।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক হাওরবাসীকে বিদ্যুতের সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এমপি তৌফিক আরো বলেন, হাওরবাসী আজ খুব আনন্দিত। হাওরবাসী ১৯৭০ সাল থেকে হাওরের মানুষ নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং আগামীতেও নৌকা মার্কাকে জয়যুক্ত করবে এ বিষয়ে হাওরের মানুষ অঙ্গীকারবদ্ধ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, নারী নেত্রী সৈয়দা নাসিমা রীতা, বাংলাদেশ মৎসজীবী সমিতির সভাপতি মাসুক নাজিম, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেবসহ উপজেলা আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *