সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / কিশোরগঞ্জ / দুই হাজার মানুষকে পাসপোর্ট করিয়ে দালাল কারাগারে

দুই হাজার মানুষকে পাসপোর্ট করিয়ে দালাল কারাগারে

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে কাজল চন্দ্র সরকার নামে এক দালালকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পাঁচ টাকা জরিমানা করা ও অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম করা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ২ টার কিশোরগঞ্জ জেলার সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ আদেশ দেন।

কারাদন্ড প্রাপ্ত আসামীর বাড়ি – জেলার কটিয়াদি উপজেলার কায়েস্থ পল্লী গ্রামে।

সুত্র জানায়, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় কাজল চন্দ্র সরকার নামে এক দালালকে আটক করা হয়। আটকের পর দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দিতে আসামী জানান, ৪-৫ বছর ধরে সে এ পেশার সাথে জড়িত এবং এ পর্যন্ত দুই হাজার মানুষের কাছ থেকে পাসপোর্ট করিয়ে প্রয়োজনের চেয়ে বেশি টাকা নেবার কথা স্বীকার করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মধুসূদন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *