সর্বশেষ
প্রচ্ছদ / হাওরাঞ্চল / সুনামগঞ্জ / রাষ্টীয় মর্যাদায় কাকন বিবির দাফন সম্পন্ন

রাষ্টীয় মর্যাদায় কাকন বিবির দাফন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা বীর প্রতিক মুক্তিযোদ্ধা কাকন বিবি (নূর জাহান) জানাজা ও দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মাঠে জানাজা হয়। এ সময় পুলিশের একটি দল কাকন বিবিকে গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতিক, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকমর্তা কাজী মহুয়া মমতাজ, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহকারি পুলিশ সুপার দোলন মিয়া, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, আব্দুল মজিদ বীর প্রতিক, আব্দুল হালিম বীর প্রতিক, মুক্তিযোদ্ধো ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নূরুল মোমেন, লক্ষীপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, বোগলা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরী, নোরাই ইউপি চেয়ারম্যান খালিক রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মাস্টার, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী প্রমুখ।

এ ছাড়াও উপজেলার মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার মানুষ নামাজের জানাজায় অংশগ্রহণ করেন। কাকন বিবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধ কমান্ড ইউনিট, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন ইউনিয়ন পরিষেদেও চেয়ারম্যান গণ সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন।

জানাজার পূর্বে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম গণ মাধ্যমকে জানান, স্বাধীনতার মাসে আমরা একজন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। তার খেতাবটি গেজেট আকারে হয় নি। কিন্তু আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তার অবস্থা আশংকা জনক শোনার পর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *